ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বগুড়া থেকে দেশজুড়ে বাস চলাচল বন্ধ

২০২৫ মার্চ ১৯ ১১:১২:২৬
বগুড়া থেকে দেশজুড়ে বাস চলাচল বন্ধ

ডুয়া ডেস্ক : বগুড়ায় শ্রমিক নেতাদের মারধরের ঘটনায় জেলার সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল থেকে জিরো পয়েন্ট, সাতমাথা, চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও ঠনঠনিয়া ঢাকা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

এর আগে, মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের স্টেশন রোডে মিতালী পাম্পের সামনে দুই মোটর শ্রমিক নেতাকে মারধর করে আহত করা হয়।

তারা হলেন—বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং নির্বাহী সদস্য হযরত আলী। বর্তমানে তারা বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, মিতালী পাম্পের সামনে নারিকেল ব্যবসায়ীদের দোকান রয়েছে। সেই দোকানের সামনে সিএনজি চালিত অটোরিকশার চালকরা যাত্রী ওঠা-নামার জন্য গাড়ি দাঁড় করান।

এ নিয়ে বিকেলে চালকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। শ্রমিক নেতাদের ওপর হামলার জেরে বগুড়ায় পরিবহন ধর্মঘট চলছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে