ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

আমিরাতে ভিক্ষাবিরোধী অভিযান: গ্রেপ্তার ১০৭, জব্দ ১৭ লাখ টাকা

২০২৫ মার্চ ১৯ ১০:২০:৪৩
আমিরাতে ভিক্ষাবিরোধী অভিযান: গ্রেপ্তার ১০৭, জব্দ ১৭ লাখ টাকা

ডুয়া ডেস্ক : রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ভিক্ষাবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রমজানের প্রথম ১৫ দিনে ১০৭ জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজারের বেশি দিরহাম জব্দ করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকার সমান।

মঙ্গলবার (১৮ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শারজাহ পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮৭ জন পুরুষ ও ২০ জন নারী রয়েছেন। স্পেশাল টাস্ক বিভাগের পরিচালক জেনারেল ওমর আল গজল জানিয়েছেন, পুলিশের হটলাইন নম্বরে সাধারণ মানুষ ভিক্ষুকদের সম্পর্কে তথ্য দিচ্ছে, যা তাদের শনাক্ত করা সহজ করে তুলছে।

তিনি সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন, অসহায়দের সহায়তা করতে হলে যেন নিবন্ধিত দাতব্য সংস্থার মাধ্যমে দেন, যাতে প্রকৃত দরিদ্ররা সেই সহায়তা পেতে পারে।

প্রতিবছর রমজান মাসে আমিরাতে ভিক্ষুকের সংখ্যা বেড়ে যায়। কারণ, এ সময় মানুষ দান-সদকা বেশি করে, যা অনেকেই সুযোগ হিসেবে কাজে লাগায়।

ভিক্ষুকদের ছদ্মবেশে কিছু মানুষ অবৈধভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করে। তবে এ ধরনের প্রতারণা ঠেকাতে শারজাহ কর্তৃপক্ষ অভিযান আরও জোরদার করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে