ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

থালা-বাটি বাজিয়ে বাকৃবি ছাত্রীদের অভিনব প্রতিবাদ, সড়ক অবরোধ

২০২৫ মার্চ ১৮ ২২:১৬:৫৫
থালা-বাটি বাজিয়ে বাকৃবি ছাত্রীদের অভিনব প্রতিবাদ, সড়ক অবরোধ

ডুয়া নিউজ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সুলতানা রাজিয়া হলে সিঙ্গেল সিটের দাবিতে সড়ক অবরোধ করে থালা-বাটি বাজিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রীরা।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হলটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

এ সময় তারা 'গণরুম নাকি জেল, প্রশাসনের নাকে তেল' , 'হলে হলে বৈষম্য, চলবে না চলবে না', 'সিঙ্গেল বেডে দুইজন করে, থাকব না থাকব না'- সহ নানা স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত ছাত্রীরা বলেন, 'সুলতানা রাজিয়া হলে অবকাঠামোগতভাবে কোনো গণরুমের ব্যবস্থা না থাকলেও লাইব্রেরি, জিম রুম, কমন রুম এবং ডাইনিং রুমকে কাঠের তক্তা দিয়ে গণরুমে পরিণত করা হয়েছে।'

তারা বলেন, পাঁচটি ছাত্রী হলের মধ্যে শুধু সুলতানা রাজিয়া হলেই নিছক গণরুমে ডাবলিংয়ের মাধ্যমে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য হলের তুলনায় এখানে তীব্র সিট সংকট রয়েছে। প্রভোস্টকে জানানো হলেও চলতি বছর প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সুলতানা রাজিয়া হলের আইসোলেশন রুমে ৭৭টি সিট বরাদ্দ করা হয়, যার কারণে কর্তৃপক্ষের ব্যবস্থাপনার ওপর প্রশ্ন তুলেছেন ছাত্রীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, 'আমাদের হলে সিট সংকট আগের থেকেই আছে এবং আমরা প্রভোস্টকে জানিয়েছি যে আমাদের হলে আমরা ২২-২৩ বর্ষের মেয়েরা গণরুমে ডাবলিং করে থাকছি। নতুন ছাত্রী তোলার জন্য কোনো সিট নেই আমাদের। এক ঘণ্টার বেশি কথা বলার পর উনি জানান যে প্রভোস্ট কাউন্সিলরের সাথে কথা বলবেন এবং আশ্বাস করেন হলে সর্বোচ্চ ৬০ জন মেয়ে উঠাবেন, তার বেশি একজনও না। গণরুমের কারণে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাদের, পড়াশোনার কোনো পরিবেশ নেই এখানে।'

হলের আরেক শিক্ষার্থী বলেন, "চারটি গণরুম ১২৬ জন থাকছি। এক বেডে দুইজন করে ঘুমাচ্ছি। মাত্র চারটি বাথরুম ব্যবহার করতে হচ্ছে সবাইকে। এতদিন ধৈর্য ধরেছি, কিন্তু এখন আর সম্ভব না। আমরা সিট চাই।"

তারা বলেন, 'কয়েকদিন আগে হল প্রভোস্টের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের ছাত্র বিষয়ক উপদেষ্টার কাছে পাঠান। সেখানে গিয়েও কোনো সমাধান পাইনি। সবাই শুধু অসহায়ত্ব প্রকাশ করছে, কিন্তু আমাদের সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।'

শিক্ষার্থীরা আরও জানান, "আমরা আসন্ন ঈদের পর গণরুমের চেহারা দেখতে চাই না এবং আমরা চাই, এখন থেকে এক মাসের মধ্যে ব্লকের বিল্ডিংয়ে সিঙ্গেল বেড দিতে হবে।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক বলেন, "সুলতানা রাজিয়া হলের শিক্ষার্থীরা গণরুমের সমস্যাটি আমার সাথে আলোচনা করেছিল। আমি তাদেরকে তখন বোঝানোর চেষ্টা করি যে, রাতারাতি এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। যদি হলে খালি আসন না থাকে, তবে তাদের আসন বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে যেন যত দ্রুত সম্ভব শিক্ষার্থীরা এই সমস্যার সমাধান পায়।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে