ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

পাকিস্তান

হঠাৎ কল সেন্টারে ঢুকে পড়ল জনতা! মালামাল লুট

২০২৫ মার্চ ১৮ ১৯:৩৪:০৬
হঠাৎ কল সেন্টারে ঢুকে পড়ল জনতা! মালামাল লুট

ডুয়া ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে একটি কল সেন্টারে সরকারি তদন্ত সংস্থার অভিযানের সময় হঠাৎ সেখানে স্থানীয় জনতা ঢুকে পড়ে। এ সময় তারা ভেতরে প্রবেশ করে যে যা পেয়েছে তাই লুট করে নিয়ে গেছে।

এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন যে, পবিত্র রমজান মাসে এ ধরনের আচরণ একেবারেই অনুচিত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) সম্প্রতি ইসলামাবাদের সেক্টর এফ-১১ তে অবস্থিত চীনা নাগরিকদের পরিচালিত কল সেন্টারে অভিযান চালায়। এই দোকানের বিরুদ্ধে অভিযোগ, তারা ভুয়া কল সেন্টার পরিচালনা করে আসছিল। যার কোনো বৈধতা নেই। ওই সময় দোকানে ঢুকে পড়ে জনতা। লুট করে নিয়ে যায় সব।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তরুণ থেকে বয়স্ক—সবাই যা পেয়েছেন তা নিয়ে দোকান থেকে বেরিয়ে এসেছেন। তারা ল্যাপটপ, মনিটর, ডেস্কটপ, কিবোর্ড, এক্সটেনশনসহ বিভিন্ন জিনিস লুট করেন। দোকানে কিছুই অবশিষ্ট রাখেননি। কেউ কেউ ফার্নিচারও নিয়ে গেছেন, আর কারও হাতে দেখা গেছে থালা-বাসন ও চামচ।

এই ভিডিও মাইক্রোব্লগিং সাইট এক্সে শেয়ার করে একজন লিখেছেন, “ইসলামাবাদে চীনাদের পরিচালিত একটি কল সেন্টারে লুটপাট করেছে পাকিস্তানিরা; পবিত্র রমজান মাসে আসবাবপত্র ও কাটলারিসহ শত শত ল্যাপটপ ও ইলেকট্রনিক যন্ত্রাংশ চুরি হয়েছে।” এদিকে, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির অভিযানে দোকানটির সঙ্গে যুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে চীনা নাগরিকসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। তবে এরই মধ্যে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর