ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

শেয়ারবাজারে রাষ্ট্রীয় ও বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তির অনুরোধ, প্রধান উপদেষ্টাকে চিঠি

২০২৫ মার্চ ১৮ ১৯:০২:২৬
শেয়ারবাজারে রাষ্ট্রীয় ও বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তির অনুরোধ, প্রধান উপদেষ্টাকে চিঠি

ডুয়া ডেস্ক: ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কাছে একটি চিঠি পাঠিয়েছে। মঙ্গলবার ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই আবেদন করা হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের বাণিজ্যিক ও অবকাঠামো খাতে বেশ কিছু লাভজনক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে বাজারে মানসম্পন্ন স্টকের সরবরাহ বাড়বে, যা চাহিদা ও সরবরাহের মধ্যে সঠিক ভারসাম্য স্থাপন করতে সহায়তা করবে। একইসঙ্গে বাংলাদেশে দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালিত বেশ কিছু সুশাসিত বহুজাতিক কোম্পানি রয়েছে, যারা দেশের অবকাঠামো, অর্থনীতি ও মানবসম্পদে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। ডিবিএ সরকারের কাছে অনুরোধ জানিয়েছে, সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে এসব কোম্পানিতে সরকারের অংশীদারিত্বের কিছু অংশ শেয়ারবাজারে অফলোড করার জন্য।

ডিবিএ প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন, পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে প্রধান উপদেষ্টা এই আবেদন গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং এর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে