ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ঢাবির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ যেদিন

২০২৫ মার্চ ১৮ ১৭:৩৪:৩০
ঢাবির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ যেদিন

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল আগামী ২০ মার্চ বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র ডুয়া নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র বলছে, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন ফলাফল প্রকাশের বিষয়ে উপাচার্যের কাছে সম্মতি চেয়েছেন। উপাচার্য আগামী ২০ মার্চ বৃহস্পতিবার ফল প্রকাশের অনুমতি দিয়েছেন। ওইদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে মোট ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে ১ লক্ষ ৪৬ হাজার ৮১১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। ১ হাজার ৮৯৬টি আসনের মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১ হাজার ৮২০টি, মানবিক শাখার জন্য ৫১ টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। প্রায় ৪১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ ইউনিটে ১ হাজার ৫০টি আসন রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে