ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

নতুন ২ ইনস্টিটিউট চালু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

২০২৫ মার্চ ১৮ ১৭:৩৪:৩৭
নতুন ২ ইনস্টিটিউট চালু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

ডুয়া ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেট পর্ষদ সম্প্রতি 'সেন্টার ফর এশিয়ান স্টাডিজ' এবং 'ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজ অ্যান্ড থিওলজি' নামে দুটি নতুন ইনস্টিটিউট চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এই সিদ্ধান্ত নিশ্চিত করেন। এর আগে ওই দিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বিশেষ সিন্ডিকেট সভা শুরু হয়।

সভা পরবর্তী ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানান, ‘সেন্টার ফর এশিয়ান স্টাডিজ’ এবং ‘ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজ অ্যান্ড থিওলজি’ নামে দুটি স্বতন্ত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বিশেষজ্ঞদের পরামর্শ এবং বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ভারসাম্য বিবেচনা করে স্থগিত হওয়া চারুকলা ভবন নির্মাণের স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চারুকলা ভবনটি ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের কাছে অস্থায়ী পুলিশ ফাঁড়ির জায়গায় নির্মাণ করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে