ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ছড়িয়ে পড়ছে নতুন ‘মহামারি’, মৃত্যুর হার ৩৯%

২০২৫ মার্চ ১৮ ১৭:০৭:৩৩
ছড়িয়ে পড়ছে নতুন ‘মহামারি’, মৃত্যুর হার ৩৯%

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রে ২০১৭ সালের পর প্রথমবারের মতো প্রাণঘাতী H7N9 বার্ড ফ্লু প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। ইতোমধ্যে দেশটি একটি অন্য ধরনের বার্ড ফ্লুর স্ট্রেইনের সঙ্গে মোকাবিলা করছে যা মানুষকে সংক্রমিত করেছে এবং ডিমের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

বিশ্বজুড়ে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটছে এবং মূল্য বৃদ্ধি পাচ্ছে। ভাইরাসটি স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ছড়িয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রে দুগ্ধ গবাদিপশুর মধ্যে সংক্রমণ দেখা গেছে। এই পরিস্থিতি নতুন এক মহামারির আশঙ্কা তৈরি করেছে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করেছে H5N1 ভাইরাস, যা যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু ঘটিয়েছে। তবে H7N9 ভাইরাসটি আরও মারাত্মক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালে চীনে প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাসে বিশ্বব্যাপী ১৫৬৮ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৬১৬ জন মারা গেছেন এবং মৃত্যুর হার ৩৯ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, H7N9 এবং H5N1 উভয় ভাইরাসই মানুষ থেকে মানুষে সহজে ছড়ায় না। যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের নক্সুবি এলাকায় ৪৭৬৫৪টি ব্রয়লার মুরগির খামারে H7N9 ভাইরাস শনাক্ত হয়েছে যা ১৩ মার্চ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

মিসিসিপি রাজ্যের কৃষি ও স্বাস্থ্য বিভাগ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বার্ড ফ্লু প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কার্যক্রম ২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের শুরুর দিকে ব্যাহত হয়েছিল। তখন ফেডারেল সংস্থাগুলো কংগ্রেসের বৈঠক ও রাজ্যের প্রাণিস্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বয় সভা বাতিল করেছিল। তবে কিছু সমন্বয় পরে আবার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, তারা ভাইরাস নিয়ন্ত্রণে ১ বিলিয়ন ডলার ব্যয় করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে