ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

৩৪ আইনজীবী হলেন সহকারী অ্যাটর্নি জেনারেল

২০২৫ মার্চ ১৮ ১৬:৪৪:৪৫
৩৪ আইনজীবী হলেন সহকারী অ্যাটর্নি জেনারেল

ডুয়া ডেস্ক: সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ৩৪ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন।

এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে ভারপ্রাপ্ত সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নম্বর ৬ অব ১৯৭২)-এর ৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী এই ৩৪ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নিয়োগ প্রক্রিয়া পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে ১২ আগস্ট অ্যাটর্নি জেনারেলসহ তার কার্যালয়ে দায়িত্ব পালনরত সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে ১৬১ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছিল। একই দিন ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ারও ঘোষণা দেওয়া হয়।

৫ আগস্ট থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর অ্যাটর্নি কার্যালয়ের কর্মকর্তাদের পদত্যাগের ঢেউ উঠলে ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তালিকা দেখতেএখানে ক্লিক করুন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে