ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নতুন লোগো অনুমোদন

২০২৫ মার্চ ১৮ ১৬:২৯:২৫
ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নতুন লোগো অনুমোদন

ডুয়া ডেস্ক : ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ইউকে শাখার নতুন লোগো অনুমোদন করেছে। ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় শাখার সঙ্গে মিল রেখে এই লোগো তৈরি করা হয়েছে।

ঢাবি অ্যালামনাই ইউকে শাখার সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল) ডুয়া নিউজকে জানান, ঢাবি অ্যালামনাই ইউকে শাখার কমিটিকে সম্প্রতি কেন্দ্রীয় অ্যালামনাই অনুমোদন করেছে। এর প্রেক্ষিতে আমরা কেন্দ্রীয় অ্যালামনাইয়ের লোগোর সাথে সামঞ্জস্যতা রেখে ইউকে শাখার লোগো অনুমোদন করেছি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নতুন কমিটি কেন্দ্রীয় অ্যালামনাই কর্তৃক অনুমোদনের ফলে আমাদের কাজের গতি বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্রীয় অ্যালামনাইয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে আমাদের সার্বিক প্রয়াস অব্যাহত রাখব।’

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইউকের ৪০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন করা হয়।

ডুয়া'র সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী স্বাক্ষরিত কেন্দ্রীয় অ্যালামনাইর অনুমোদনের চিঠি ইউকে শাখার সভাপতিকে প্রদান করা হয়।

চিঠিতে জানানো হয়, অনুমোদিত কমিটির সদস্যদের মধ্যে যারা এখনো ডুয়া’র জীবন সদস্য হননি, তাঁদেরকে ৩০ কর্মদিবসের মধ্যে ১০০ ডলার ফি প্রদান করে জীবন সদস্য হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জীবন সদস্য না হলে এ অনুমোদন কার্যকর হবে না। পাশাপাশি ইউকে শাখার অন্যান্য সদস্যদের পর্যায়ক্রমে ডুয়া’র জীবন সদস্য করার উদ্যোগ নিতে হবে।

এছাড়াও চিঠিতে ইউকে শাখাকে কেন্দ্রীয় অ্যালামনাই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া'র বিধি-বিধান ও নিয়মকানুন যথাযথভাবে পরিপালন করতে বলা হয়েছে।

৪০ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হলেন ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস এবং জেনারেল সেক্রেটারি (ভারপ্রাপ্ত) হলেন বুলবুল হাসান।

এছাড়া, ৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১২ সদস্যবিশিষ্ট ট্রাস্টি কমিটিও অনুমোদন দেওয়া হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে