ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

জবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

২০২৫ মার্চ ১৮ ১৬:১৮:৩২
জবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

ডুয়া ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষার মাধ্যমে। তবে এক মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ইউনিটের ফলাফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন।

ভর্তি পরীক্ষার দিন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল যে ১৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ফল প্রকাশ সম্ভব হয়নি। প্রশাসন জানিয়েছে, উপাচার্য দেশে ফেরার পর আগামী ২১ মার্চ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে অর্ধ মাস পেরিয়ে গেলেও এসব ইউনিটের ফল প্রকাশ করা হয়নি।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সানজিদা ফারহানা জানান, পরীক্ষার ফল প্রস্তুত রয়েছে, কেবল উপাচার্যের স্বাক্ষরের অপেক্ষায় আছে। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন, ২১ মার্চ দেশে ফিরলে মিটিং শেষে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।

রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘উপাচার্য স্যার দেশে ফেরার পর দুএক দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) এবং ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ফল আগে প্রকাশ করা হবে। তবে আমরা চেষ্টা করবো সব ইউনিটের ফল একসঙ্গে প্রকাশ করতে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে