ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ভারত ম্যাচে থাকছেন না ফাহমিদুল, ফিরে গেছেন ইতালিতে

২০২৫ মার্চ ১৮ ১৬:১৩:৩৪
ভারত ম্যাচে থাকছেন না ফাহমিদুল, ফিরে গেছেন ইতালিতে

ডুয়া ডেস্ক: ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল ইসলাম। কোচ হাভিয়ের কাবরেরা তার সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প শেষে বাংলাদেশ দল ঢাকায় ফিরলেও ফাহমিদুল ইসলাম দলের সঙ্গে ফিরেননি। জানা গেছে, তিনি ইতালিতে ফিরে গেছেন।

রোববার সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ দল ঢাকায় পৌঁছালেও ফাহমিদুল ছিলেন না সেই দলে। বয়স কম হওয়ায় কোচ কাবরেরা তাকে আপাতত জাতীয় দলের মূল পরিকল্পনা থেকে বাদ দিয়েছেন। তবে ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলা এই মিডফিল্ডার এখনও বাফুফে'র নজরদারিতে রয়েছেন।

ফাহমিদুলের ফিরে যাওয়ার বিষয়ে দলের ম্যানেজার আমের খান জানান, "সে ইতালি ফিরে গেছে এবং আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। আসলে ওর বয়স কম, এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়নি। তাকে আরও সময় দিতে হবে।"

এদিকে দলের জন্য আরেকটি দুঃসংবাদ হলো- ইনজুরির কারণে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলতে পারবেন না সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের উপস্থিতি থাকবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে