ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার 

২০২৫ মার্চ ১৮ ১৬:০৫:৫৬
ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার 

ডুয়া ডেস্ক : সরকার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ভারতের মেসার্স এস পাত্তাভী অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড থেকে প্যাকেজ-৯-এর আওতায় এই চাল কেনা হবে। নির্ধারিত দর অনুযায়ী প্রতি টন চালের মূল্য পড়বে ৪২৯.৫৫ মার্কিন ডলার। ফলে ৫০ হাজার টন চাল আমদানিতে মোট ব্যয় হবে ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ মার্কিন ডলার।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি একইভাবে ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন প্রতি টন চালের দাম নির্ধারণ করা হয়েছিল ৪৩৪.৫৫ মার্কিন ডলার, যা বর্তমান দর থেকে বেশি। সে অনুযায়ী, ফেব্রুয়ারিতে আমদানির জন্য মোট ব্যয় ধরা হয়েছিল ২ কোটি ১৭ লাখ ২৭ হাজার ৫০০ ডলার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে