ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

শেয়ারবাজার: সূচকের উত্থানের নেপথ্যে শীর্ষ চার কোম্পানি

২০২৫ মার্চ ১৮ ১৫:২৩:০৪
শেয়ারবাজার: সূচকের উত্থানের নেপথ্যে শীর্ষ চার কোম্পানি

ডুয়া ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই দিন টানা পতনের পর আজ সূচকের কিছুটা উত্থান হয়েছে। তবে এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে মাত্র চারটি কোম্পানি। মঙ্গলবার (১৮ মার্চ) ডিএসইর প্রধান সূচক ৪.৮৫ পয়েন্ট বাড়লেও বাজারজুড়ে লেনদেনের গতি ছিল শ্লথ। এই চার কোম্পানির কারণেই আজ সূচক বেড়েছে ৭.০৭ শতাংশ।

আজ প্রধান সূচক বাড়লেও অন্য দুই সূচক—ডিএসইএস এবং ডিএসই-৩০ সূচকের পতন হয়েছে।

এদিন প্রধান সূচকের উত্থানে ভূমিকা রাখা ৪ কোম্পানি হলো- ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

মঙ্গলবার ডিএসইর সূচক বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বেড়ে ডিএসইর সূচকে ২.৫৫ পয়েন্ট যোগ করেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক, যার শেয়ার দর ৩০ পয়সা বেড়েছে, ফলে সূচক বেড়েছে ১.৭৮ পয়েন্ট।

তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪০ পয়সা, যা সূচকে ১.৩৯ পয়েন্ট অবদান রেখেছে।

এই তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। আজ কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বেড়েছে, যা সূচকে ১.৩১ পয়েন্ট অবদান রেখেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে