ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

শেখ হাসিনা-রেহানা পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ

২০২৫ মার্চ ১৮ ১৫:০৩:১০
শেখ হাসিনা-রেহানা পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ

ডুয়া ডেস্ক: দুদক (দুর্নীতি দমন কমিশন) এর আবেদনের পরিপ্রেক্ষিতে, ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সম্পর্কিত ৩১টি ব্যাংক হিসাবের মোট ৩৯৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছে।

এ বিষয়ে দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম আদালতে আবেদন করেন। তার অভিযোগ ছিল যে, এসব হিসাবের মাধ্যমে তাদের অস্থাবর সম্পত্তি অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা হচ্ছে, যার ফলে তদন্তের স্বার্থে এগুলো অবিলম্বে অবরুদ্ধ করা জরুরি। আদালত সেই আবেদন মেনে এই অর্থ ফ্রিজ করার নির্দেশ দেন।

এছাড়া ১১ মার্চে আগের আদেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়, পাশাপাশি শেখ হাসিনার ধানমন্ডির বাসভবনসহ অন্যান্য সম্পত্তি ক্রোক করার আদেশ দেওয়া হয়। সেই সঙ্গে তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে