ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

শেয়ারবাজার: প্রধান সূচক বেড়েছে, অন্যান্য সূচক ও লেনদেন কমেছে

২০২৫ মার্চ ১৮ ১৪:৫৪:০৫
শেয়ারবাজার: প্রধান সূচক বেড়েছে, অন্যান্য সূচক ও লেনদেন কমেছে

ডুয়া ডেস্ক : দুই দিন নেতিবাচক প্রবণতায় থাকার পরে সামান্য ইতিবাচক প্রবণতা দেখা গেল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৮ মার্চ) ডিএসইর প্রধান সূচকের উত্থান হয়েছে ৪.৮৫ পয়েন্ট। তবে অন্য দুই সূচকের পতন অব্যহত রয়েছে। একই সঙ্গে লেনদেনে উল্লেখযোগ্য হ্রাসও দেখা গেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে জানা যায়, আগের কর্মদিবস সোমবার প্রধান সূচক কমেছিল ১৬.৫০ পয়েন্ট। ওইদিন সূচক কমলেও লেনদেন বেড়েছিল। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ১৬ লাখ টাকার। আজ লেনদেন হয়েছে ৪৫১ কোটি ১৮ লাখ টাকার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা ১০ কোম্পানি হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, সাফকো স্পিনিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, এবি ব্যাংক ফার্স্ট মিচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড, এসইএমএল গ্রোথ ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

আজ ডিএসইর প্রধান সূচক ৪ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১০ দশমিক ২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ২ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৯ দশমিক ৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৮২ দশমিক ০৯ পয়েন্টে।

আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৬টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৪ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ দশমিক ৬০ পয়েন্ট বেড়েছে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৬৯ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ২৭ দশমিক ১৫ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে