ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

জ্বালানি সচিব ও তিতাসের এমডিকে আদালত অবমাননার নোটিশ

২০২৫ মার্চ ১৮ ১২:৫৭:০৮
জ্বালানি সচিব ও তিতাসের এমডিকে আদালত অবমাননার নোটিশ

ডুয়া ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ক্যাপিটাল বোর্ড মিলসের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক এ নোটিশ পাঠান।

নোটিশ উল্লেখ করা হয়, হাইকোর্টের আগের নির্দেশ অনুযায়ী, ক্যাপিটাল বোর্ড মিলস লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। কিন্তু তিতাস গ্যাস ৫ মার্চ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, যা আদালতের আদেশের লঙ্ঘন। এর ফলে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় এবং ৭০০ কর্মচারী কর্মহীন হয়ে পড়ে।

এতে জাতীয় পাঠ্য ও পাঠ্যক্রম বোর্ডের কাগজ সরবরাহে সমস্যা সৃষ্টি হয়। এরপর, ১৩ মার্চ ক্যাপিটাল বোর্ড মিলস তিতাস গ্যাসকে গ্যাস সংযোগ পুনরায় চালু করার জন্য লিখিত অনুরোধ করে, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নোটিশে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সংযোগ পুনঃস্থাপন করতে হবে, অন্যথায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে