ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ

২০২৫ মার্চ ১৮ ১১:০৪:১৯
জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ

ডুয়া নিউজ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ভিআইপি নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে আগামী ২৫ মার্চ পর্যন্ত সকল দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ, গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১৭ মার্চ) এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনীতিকরা স্মৃতিসৌধে উপস্থিত থেকে শহীদদের প্রতি সম্মান জানাবেন, এজন্য সাধারণ জনগণের জন্য স্মৃতিসৌধে প্রবেশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে স্মৃতিসৌধের পরিস্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ জনগণের জন্য জাতীয় স্মৃতিসৌধের গেট খুলে দেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর