ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

চাঁদাবাজির সময় ভুয়া ডিসি আটক

২০২৫ মার্চ ১৮ ১০:৪১:৩৭
চাঁদাবাজির সময় ভুয়া ডিসি আটক

ডুয়া ডেস্ক : জামালপুরের মেলান্দহ উপজেলার চাড়াইলদার গ্রামে চাঁদাবাজির সময় কথিত জেলা প্রশাসক (ডিসি) সাজ্জাদ হোসেন সাকিবকে হাতেনাতে ধরেন এলাকাবাসী। পরে, সোমবার (১৭ মার্চ) তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানা গেছে, প্রতারক সাজ্জাদ হোসেন সাকিব আসলে ইসলামপুর উপজেলার মৌজাজাল্লা পাটানিপাড়ার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতোলা এলাকায় মরা খাল থেকে চুক্তিভিত্তিক মাটি কাটছিলেন ব্যবসায়ী রেজাউল করিম। প্রশাসনিক কোনো বাধা ছাড়াই কাজ চালিয়ে যেতে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারক মনির হোসেন জুইস সাপ্তাহিক ৩৩ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি দাবি করেন, উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার (ডিসি) সঙ্গে তার সমঝোতা রয়েছে।

রেজাউল করিম বিষয়টি যাচাই করতে চাইলে সোমবার (১৭ মার্চ) দুপুরে কথিত ডিসি সাজ্জাদ হোসেন সাকিব প্রাইভেট কারযোগে দেখা করতে এলে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে। তবে আরেক প্রতারক মনির হোসেন জুইস কৌশলে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে কথিত ডিসি সাজ্জাদ তাদের পকেটে জোরপূর্বক টাকা ঢুকিয়ে বিপদে ফেলার চেষ্টা করেন। পরে খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মেলান্দহ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। প্রতারক সাজ্জাদ হোসেন সাকিবকে আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে গেলে ভুক্তভোগী রেজাউল করিমকে বাধা দেওয়ার চেষ্টা করেন সাজ্জাদ সাকিবের আত্মীয়-স্বজনরা। তারা তাকে টেনে-হিঁচড়ে বাইরে আনারও চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে