ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিসিএস মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়ার চিন্তা পিএসসি’র

২০২৪ ডিসেম্বর ১৯ ১১:৫৩:৪৯
বিসিএস মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়ার চিন্তা পিএসসি’র

ডুয়া নিউজ: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিসিএসের মৌখিক পরীক্ষায় তিন ধাপ যুক্ত করার পরিকল্পনা করছে। এটি বাস্তবায়িত হলে প্রকৃত মেধাবীদের চিহ্নিত করা সম্ভব হবে বলে মনে করছে কমিশন।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সাংবাদিকদের জানান, চাকরিপ্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষাকে আরও গ্রহণযোগ্য করতে আমরা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। তিন ধাপে মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়টিও এই পরিকল্পনার অংশ। আমরা প্রাথমিকভাবে কিছু আলোচনা করেছি।

তিনি জানান, প্রথম ধাপে একজন পরীক্ষক প্রার্থীর জ্ঞানের পরিধি কতটুকু সেটি যাচাই করা হবে। দ্বিতীয় ধাপে প্রার্থীর সাধারণ জ্ঞান দক্ষতা যাচাই করা হবে। আর তৃতীয় ধাপে সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হবে। তবে এগুলো একেবারেই প্রাথমিক আলোচনা বলে তিনি যোগ করেন।

এদিকে পিএসসি সূত্র জানা গেছে, বিসিএসের দীর্ঘসূত্রতা কাটাতে প্রতিবছর বিসিএস পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ৪৮তম বিসিএস থেকে এটি বাস্তবায়নের চেষ্টা করবে সাংবিধানিক সংস্থাটি।

প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের অক্টোবরে সোহরাব কমিশন পদত্যাগ করে। এরপর দায়িত্ব নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোবাশ্বের মোনেম। পরবর্তীতে দুই ধাপে পিএসসিতে আটজন সদস্য নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর নানা উদ্যোগ নিয়ে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে মোবাশ্বের মোনেম কমিশন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে