ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চায় ফ্রান্স, কিন্তু কেন?

২০২৫ মার্চ ১৭ ২৩:৫৯:১০
যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চায় ফ্রান্স, কিন্তু কেন?

ডুয়া নিউজ: যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া আইকনিক প্রতীক স্ট্যাচু অব লিবার্টি ফেরত চেয়েছেন ফ্রান্সের এমপি রাফায়েল গ্লাকসম্যান।

তিনি দাবি করেছেন, যে মূল্যবোধের ভিত্তিতে এই মূর্তিটি যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়েছিল, তা বর্তমানে সেখানে বিদ্যমান নেই।

স্ট্যাচু অব লিবার্টি ১৮৮৫ সালে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় এবং এটি স্বাধীনতা, মানবাধিকারের এবং গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত।

গ্লাকসম্যান উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তার কর্মকাণ্ডের মাধ্যমে ফ্রান্সের দেওয়া এই মূর্তির মূল উদ্দেশ্যের পরিপন্থী কাজ করে চলছে।

জনসম্মুখে দেওয়া বক্তব্যে গ্লাকসম্যান বলেন, যারা বৈজ্ঞানিক স্বাধীনতা এবং মানবাধিকারের পক্ষে, তাদের উচিত এই মূর্তিটি ফিরিয়ে আনার দাবি করা।

তিনি ট্রাম্প প্রশাসনের নিন্দা জানিয়ে বলেন, "আমরা জানি না, তারা আর এই মূর্তির মর্যাদা রাখতে পারবে কি না। যারা অত্যাচারীদের সমর্থন করে এবং মানবাধিকার লঙ্ঘন করে, তাদের জন্য স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দেওয়া উচিত।"

গ্লাকসম্যান যুক্তরাষ্ট্রের নীতি ও ট্রাম্প প্রশাসনের কার্যক্রমের সমালোচনা করেন। পাশাপাশি ইউক্রেন বিষয়ে ট্রাম্পের অবস্থানের বিরোধিতা করেন। তিনি ফরাসি সরকারের কাছে মার্কিন গবেষকদের ফ্রান্সে কাজ করার সুযোগ দেওয়ার আবেদনও জানিয়েছেন।

স্ট্যাচু অব লিবার্টি একসময় যেটি বিশ্বের স্বাধীনতার প্রতীক হিসেবে গণ্য করা হত। এখন একটি সাংস্কৃতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে। এ ব্যাপারে গ্লাকসম্যান ফ্রান্সের ডানপন্থি নেতাদেরও ট্রাম্পের সমর্থনের জন্য সমালোচনা করেন।

উল্লেখ্য, স্ট্যাচু অব লিবার্টির ডিজাইন করেছেন ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থোলডি এবং এটি ১৮৮৬ সালের অক্টোবরে আমেরিকার প্রেসিডেন্ট গ্লোভার ক্লিভল্যান্ডের উদ্বোধনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।

১৯২৪ সালে আমেরিকার সরকার এই মূর্তিকে 'জাতীয় স্মৃতিস্তম্ভ' হিসেবে ঘোষণা করে। বর্তমান এটি লিবার্টি দ্বীপে অবস্থিত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে