ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

দেশ যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে, মন্তব্য প্রধান উপদেষ্টার

২০২৫ মার্চ ১৭ ২৩:২১:৫২
দেশ যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে, মন্তব্য প্রধান উপদেষ্টার

ডুয়া নিউজ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলমান পরিস্থিতিকে যুদ্ধাবস্থার সঙ্গে তুলনা করে বলেছেন, "আমরা একটি কন্টিনিউয়াস যুদ্ধাবস্থার মধ্যে আছি" এবং দেশের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আজ সোমবার (১৭ মার্চ) তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি প্রচুর অর্থ ব্যয় করে এক অপপ্রচার যন্ত্র তৈরি করেছে, যা জনগণকে বিভ্রান্ত করতে কাজ করছে। এ জন্য তিনি পুলিশকে জনগণকে সচেতন করতে নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা আইন সঠিকভাবে প্রয়োগ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, “যেকোনো যুদ্ধ জয় সম্ভব।”

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে সময় খুব কম রয়েছে এবং ডিসেম্বরে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, "আমাদের অপেক্ষা করে কিছু লাভ হবে না; কাজ করতে হবে।"

নির্বাচনকালীন পুলিশকে আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, "নানান চাপ আসবে, কিন্তু আমাদের আইন মেনে চলতে হবে।"

তিনি বলেন, “আমরা অন্ধকার অধ্যায় থেকে বেরিয়ে এসেছি। আমাদেরকে আবার সেই গর্তে পড়তে দেওয়া উচিত নয়।”

এছাড়া, তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেন, বিশেষ করে নারীরা এবং সংখ্যালঘু জনগণের সুরক্ষা নিশ্চিত করার ওপর।

প্রধান উপদেষ্টা বলেন, "নারীদের নিরাপত্তা একটি বড় কাজ, যা আমাদের অবহেলার কারণে দ্রুত বিস্তার লাভ করেছে।"

বৈঠকে তিনি পুলিশ কর্মকর্তাদের সৃজনশীল কাজ করার এবং নিজেদের এলাকায় সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় নিয়ে কাজ করার নির্দেশ দেন। পুলিশকে দ্বিধাহীনভাবে আইন বাস্তবায়ন করতে হবে এবং প্রযুক্তির মাধ্যমে কাজ সহজ করার জন্য সরকারের উদ্যোগের কথাও উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে পুলিশকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ ১২৭ পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে