ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গুমের ঘটনায় জড়িত ২০ সেনা-পুলিশ কর্মকর্তার পাসপোর্ট স্থগিত

২০২৪ ডিসেম্বর ১৯ ১১:৪৩:৫৫
গুমের ঘটনায় জড়িত ২০ সেনা-পুলিশ কর্মকর্তার পাসপোর্ট স্থগিত

ডুয়া নিউজ: স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ২০ জন সরকারি কর্মকর্তার তালিকায় গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের পাসপোর্ট স্থগিত করা হয়েছে এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে সাবেক ২২ সেনা এবং দুই পুলিশ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছিল।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

গুম সংক্রান্ত অভিযুক্ত ২০ জনের মধ্যে বেশিরভাগই র‍্যাবের সদস্য ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো র‍্যাবের সাবেক ডিজি মোখলেছুর রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ড. বেনজীর আহমেদ, সাবেক এডিজি জিয়াউল আহসান এবং কর্নেল তোফায়েল মোস্তুফা সারওয়ার।

এছাড়া আরও কিছু প্রাক্তন কর্মকর্তা, যেমন সাবেক পুলিশ কমিশনার এবং গোয়েন্দা কর্মকর্তাদের নামও তালিকাতে অন্তর্ভুক্ত রয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী সংশ্লিষ্ট ২০ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাসপোর্ট স্থগিত করা হয়েছে। এজন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা যেন দেশত্যাগ করতে না পারেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে