ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

সমন্বয়ক রাফির স্ত্রীর পরিচয় যা জানা গেল

২০২৫ মার্চ ১৭ ২২:০৩:০৪
সমন্বয়ক রাফির স্ত্রীর পরিচয় যা জানা গেল

ডুয়া নিউজ : বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং জুলাই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দো'আ একান্ত কাম্য।'

তবে প্রথমে তিনি নববধূর পরিচয় প্রকাশ করেননি।

যদিও ফেসবুক পোস্টে স্ত্রীকে ট্যাগ করার মাধ্যমে জানা গেছে তার নাম—জান্নাতুল ফেরদাউস মিতু। তার ফেসবুক প্রোফাইল অনুযায়ী, মিতুর বাড়ি বরিশালে। তিনি বরগুনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। তার আইডিতে রাফির সঙ্গে একটি ছবি কাভার ফটো হিসেবে দেখা গেছে।

জানা গেছে, জান্নাতুল ফেরদৌস মিতুর বাড়ি বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়ার গাবতলায়। মিতুর মা একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর বাবা মো. জাকির হোসেন একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

বিয়ের বিষয়ে মিতুর বাবা জাকির হোসেন জানান, "পারিবারিক ভাবেই রাফি ও মিতুর বিয়ে হচ্ছে। তবে কখন কোথায় হচ্ছে জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে ফোন কেটে দেন।"

এদিকে রাফির বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: উপদেষ্টা

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে