ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বুধবারের মধ্যে বেসরকারি মেডিকেলে ভর্তি নিশ্চায়ন, জেনে নিন নিয়ম

২০২৫ মার্চ ১৭ ২০:০১:১৭
বুধবারের মধ্যে বেসরকারি মেডিকেলে ভর্তি নিশ্চায়ন, জেনে নিন নিয়ম

ডুয়া ডেস্ক: বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৯ মার্চের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।

এ তথ্য সোমবার (১৭ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করেছিলেন। মেধা ও পছন্দের ভিত্তিতে কলেজ ভিত্তিক প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন ১৯ মার্চের মধ্যে করতে হবে। নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চায়ন না করলে ওই শিক্ষার্থীর বরাদ্দ আসনটি শূন্য বলে গণ্য হবে এবং পরবর্তীতে তাকে অন্য কোনো বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য বিবেচনা করা হবে না।

নিশ্চায়নের পদ্ধতি: টেলিটকের প্রি-পেইড মোবাইল ফোনের Message অপশনে গিয়ে MBBSNG লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

উদাহরণ: MBBSNG FRLGCT টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে FRLGCT হলো ফরম পূরণ করে পাওয়া User ID। ফিরতি SMS-এ একটি PIN, প্রার্থীর নাম এবং নিশ্চায়ন ফি হিসেবে ১শ টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি দেয়ার জন্য নির্দেশনা অনুযায়ী 16222 নম্বরে SMS পাঠাতে হবে, Message অপশনে গিয়ে MBBSNG লিখে, স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

উদাহরণ: MBBSNG YES 456789 টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে 456789 হলো আগের ফিরতি SMS এ পাওয়া PIN নম্বর। PIN নম্বরটি সঠিকভাবে লেখা হলে টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে নিশ্চায়ন ফি বাবদ ১শ টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি SMS এ আবেদন নিশ্চিত করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে