ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

যে কদিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন, উপদেষ্টাদেরকে রিজভী

২০২৫ মার্চ ১৭ ১৯:৩৭:২৫
যে কদিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন, উপদেষ্টাদেরকে রিজভী

ডুয়া নিউজ : উপদেষ্টাদেরকে মানুষের কল্যাণের জন্য কাজ করতে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আমি উপদেষ্টাদেরকে বলব যে কদিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন।

আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “জুলাই-আগস্টের যে চূড়ান্ত আন্দোলন, এটা ১৫ বছরের গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বাধীন যে আন্দোলন তার চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই ১৫ বছরের মধ্যে ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, সুমন নেই।”

রুহুল কবির রিজভী বলেন, “ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমনরা সোচ্চার ছিলেন অবাধ সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্তি ঘটানোর জন্য। এই কারণে তারা জীবন দিয়েছেন, সেই জীবনের একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখলাম শিশু-তরুণ-কিশোররা জুলাই-আগস্টে জীবন দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে।”

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, “আমি উপদেষ্টাদের বলব, আপনারা এই ১৫-১৬ বছরের আন্দোলন আর জুলাই-আগস্ট আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছেন কেন? সব রক্তস্রোত তো একই সমুদ্রের মোহনায় গিয়ে মিলিত হয়েছে এবং মোহনার এই মিলিত স্রোতেই শেখ হাসিনা পালিয়ে গেছেন।”

রুহুল কবির রিজভী বলেন, “আপনাদের (উপদেষ্টা) বলব, আপনারা যে কদিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন। এখন তো মিনিকেট চালের কেজি ৮৫ টাকা, এদিকে আপনারা নজর দিন। একেবারে মোটা চাল সেটার দাম ৫৬/৫৭ টাকা, বিআর-২৮ সেটার দাম ৬২-৬৫ টাকা, এগুলোর দিকে নজর দিন।”

তিনি আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূস, আপনি প্রধান উপদেষ্টা, মানুষের বিশ্বাস আপনার ওপর আছে। আমরা চাই, আপনার হাত দিয়ে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে। আপনি যে কদিন ক্ষমতায় থাকবেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এ ধরনের গভীর বিশ্বাস জনগণের। কিন্তু যদি গড়িমসি হয় তাহলে তো ভিন্নমাত্রা নেবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: 72 92 315 316

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে