ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সংস্কার কমিশনের সঙ্গে ভিন্নমত জানিয়ে ইসির চিঠি

২০২৫ মার্চ ১৭ ১৯:২১:৩১
সংস্কার কমিশনের সঙ্গে ভিন্নমত জানিয়ে ইসির চিঠি

ডুয়া ডেস্ক: নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিষয়ে ভিন্নমত জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় ঐকমত্য কমিশনকে একটি চিঠি পাঠিয়েছে।

সোমবার (১৭ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বরাবর এই চিঠি পাঠানো হয়। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্বাচন কমিশন মনে করে, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে। ইসি সচিব জানান, সংস্কার কমিশনের ৯-১০টি সুপারিশের বিষয়ে ইসি ভিন্নমত পোষণ করেছে। বিশেষত, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি স্বতন্ত্র কমিশন গঠনের সুপারিশে নির্বাচন কমিশন কোনো প্রয়োজনীয়তা দেখছে না। ইসি মনে করে এই কাজ ভোটার সংখ্যা, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক অখণ্ডতা বিবেচনায় করাই যথাযথ হবে।

এছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল সার্টিফাই করার প্রস্তাবকেও ইসি অবাস্তব বলে মনে করছে। ইসি সচিব বলেন, যদি রিটার্নিং অফিসার কোনো নির্বাচনে সন্তুষ্ট না হন তবে ফলাফল ঘোষণা করবেন না। এটি গেজেটের মাধ্যমে প্রকাশিত হয়, যা ইসি নিজেই সার্টিফিকেশন হিসেবে গণ্য করে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সম্পর্কেও নির্বাচন কমিশনের মতামত রয়েছে। ইসি মনে করে, এনআইডি চালু হওয়ার পর থেকে তারা অভিজ্ঞতা অর্জন করেছে এবং এটি আরও শক্তিশালী করার প্রয়োজন আছে। বর্তমানে ১৮৩টি প্রতিষ্ঠান এনআইডি সেবা গ্রহণ করছে,এবং এই সেবা আরও বহুমুখী করার ওপর গুরুত্ব দিতে হবে।

নির্বাচন কমিশনের দায়বদ্ধতা ও নির্বাচন কমিশনারদের শাস্তির বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশের প্রতি ইসি ভিন্নমত পোষণ করেছে। ইসি সচিব বলেন, বর্তমান শাস্তি ব্যবস্থা যথেষ্ট এবং শর্ত ভঙ্গের অভিযোগ পাঁচ বছর বা তারও পরে আদালতে দাখিল হলে তা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শেষে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হতে পারে এমন পরিস্থিতিতে কমিশন তাদের মতামত দিয়েছে এবং সেই অনুযায়ী চিঠি পাঠানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে