ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা

২০২৫ মার্চ ১৭ ১৭:২২:৩৩
জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা

ডুয়া ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৯ দিন ধরে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) থেকে ২৫ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ সংক্রান্ত একটি নোটিশ স্মৃতিসৌধের মূল ফটকে টাঙানো হয়েছে। এতে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভিআইপি নিরাপত্তার কাজের জন্য ২৫ মার্চ পর্যন্ত সব ধরনের দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বিদেশি কূটনৈতিকরা শ্রদ্ধা নিবেদন করবেন। এ কারণে ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে। এই সময়ে স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য বর্ধনের কাজও চলবে।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট খুলে দেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে