ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

কানাডার কাছে হেরে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেল ব্রাজিল

২০২৫ মার্চ ১৭ ১৭:১৩:২৭
কানাডার কাছে হেরে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেল ব্রাজিল

ডুয়া ডেস্ক : ব্রাজিলের নাম আসলেই সবার প্রথমে মাথায় আসে দেশটির ফুটবলের কথা। বিশ্ব ফুটবলে প্রভাবশালী নাম ব্রাজিল। পেলে, রোনালদো, রোনালদিনহো, কাকা, নেইমার জুনিয়রদের পায়ের জাদুতে মাতে পুরো দুনিয়ার ফুটবল প্রেমীরা। হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় দেশটি। ফুটবলে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলেন ক্রিকেটও।

দেশটিতে নারী ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলেন তারা। এবার ব্রাজিল অংশ নিয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও। আমেরিকা অঞ্চল থেকে বাছাই পর্বে খেলছে দেশটি।

আঞ্চলিক বাছাই পর্বে গতকাল রবিবার (১৬ মার্চ) কানাডা নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে ২৯ রানে হেরেছে ব্রাজিল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮২ রান করে কানাডা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন য়ামারপ্ল কর। তিনি ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন গর্ডিয়াল-জন ও থেসা লাভিয়া। জনের ব্যাট থেকে এসেছে ২৪ রান। আর লাভিয়া করেছেন ১০ রান।

৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে মাত্র ৫৩ রান করেছে ব্রাজিলের মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেছেন মনিকে মাচাদো। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

চলমান আসরে এটি ব্রাজিলের পঞ্চম ম্যাচ। পাঁচ ম্যাচে মাত্র এক জয় পেয়েছে দলটি। বাকি চারটিতে পরাজিত হয়েছে। ফলে এক জয় থেকে প্রাপ্ত ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এতে গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে। অর্থাৎ এখানেই থেমে গেল তাদের বিশ্বকাপ যাত্রা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চল বাছাইপর্বে অংশ নিয়েছে চারটি দল— ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডা। এ অঞ্চলের সেরা দলই গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে। এই দৌড়ে যুক্তরাষ্ট্র ও কানাডা অনেকটাই এগিয়ে রয়েছে। পাঁচ ম্যাচ শেষে তাদের দু’দলেরই সংগ্রহ ৮ পয়েন্ট করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে