ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বৃষ্টিতে শীতল হলো রাজধানী ঢাকা

২০২৫ মার্চ ১৭ ১৬:১৮:৩১
বৃষ্টিতে শীতল হলো রাজধানী ঢাকা

ডুয়া ডেস্ক: গত কয়েক দিনের তীব্র গরম ও মৃদু তাপপ্রবাহের অস্বস্তির পর রাজধানী ঢাকা পেয়েছে স্বস্তির বৃষ্টি। সোমবার (১৭ মার্চ) বিকেল তিনটার পর আজিমপুর, নিউমার্কেট, কলাবাগান, আসাদগেট এবং ধানমন্ডির বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়। এতে গরম কিছুটা কমিয়ে আনে। এর ফলে তাপমাত্রা কমে যাওয়ায় ঢাকার বাসিন্দারা কিছুটা স্বস্তি অনুভব করেন।

এদিন দুপুরের পর থেকেই এসব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যে আকাশে গুমোট পরিবেশ এবং বাতাস চলতে থাকে। এরপর বিকেল তিনটার পর অস্বস্তিকর গরমে ক্লান্ত মানুষদের জন্য বৃষ্টি আসে, যদিও তা ছিল হালকা। কিছু সময়ের মধ্যে সেসব এলাকার সড়ক ভিজে যায়।

অনেক এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বৃষ্টির সম্ভাবনা ছিল।

এদিকে আবহাওয়াবিদরা গতকালই জানিয়েছিলেন যে, আজ ঢাকাসহ সিলেট এবং খুলনা বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে ধারণা করা হয়েছিল। একইসঙ্গে দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে