ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

শেয়ারবাজার : সূচকের পতন অব্যাহত থাকলেও বেড়েছে লেনদেন

২০২৫ মার্চ ১৭ ১৫:২২:৫৪
শেয়ারবাজার : সূচকের পতন অব্যাহত থাকলেও বেড়েছে লেনদেন

ডুয়া ডেস্ক : শেয়ারবাজারে পর পর দুই কর্মদিবস সূচকের পতন অব্যাহত থাকলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৭ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পতন হয়েছে ১৬.৫০ পয়েন্ট। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে জানা যায়, আগের কর্মদিবস রোববার প্রধান সূচক কমেছিল ৩.৬৬ পয়েন্ট। তবে সূচক কমলেও লেনদেন বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৪৮ কোটি ৩৪ লাখ টাকার। আজ লেনদেন হয়েছে ৫০৫ কোটি ১৬ লাখ টাকার।

আগের কর্মদিবসের মত আজও ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ ডিএসইতে দর পতনের শীর্ষে উঠে আসা ১০ কোম্পানি হলো- ন্যাশনাল ব্যাংক, রবি আজিয়াটা, মাগুরা মাল্টিপ্লেক্স, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড, কাশেম ইন্ডাস্ট্রিজ, শিকদার ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।

আজ ডিএসইর প্রধান সূচক ১৬ দশমিক ৫০ পয়েন্ট কমে ৫ হাজার ২০৫ দশমিক ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬১ দশমিক ৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ০১ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৮ দশমিক ৫৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫০৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৫৬ লাখ টাকার।

আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৭টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টির।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে