ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ডিএমটিসিএল কর্মীদের মারধর: পুলিশের ২ সদস্য বরখাস্ত

২০২৫ মার্চ ১৭ ১৪:৪০:১৯
ডিএমটিসিএল কর্মীদের মারধর: পুলিশের ২ সদস্য বরখাস্ত

ডুয়া ডেস্ক : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর চার কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় এমআরটি পুলিশের এক এসআইসহ দুইজনকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) মেট্রোরেলের এমডি ফারুক আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ডিএমটিসিএলের চার কর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় ইতোমধ্যে এমআরটি পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় ডিএমটিসিএল এর কর্মীরা কর্মবিরতি পালনের ঘোষণা দিলেও যাত্রীদের ভোগান্তি বিবেচনা করে কর্তৃপক্ষ রেল চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্ত অনুযায়ী, কর্মবিরতির মাঝেও সোমবার (১৭ মার্চ) সকাল থেকে মেট্রোরেল শিডিউল অনুযায়ী চলতে থাকে। তবে কাউন্টার ফাঁকা থাকার কারণে যাত্রীরা টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারছিলেন। প্রায় দেড় ঘণ্টা চলার পর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয় এবং টিকিট ব্যবস্থা পুনরায় চালু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক নাসির উদ্দিন আহমেদ (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) বিষয়টি নিশ্চিত করে বলেন, কর্মীরা তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং টিকিট বিক্রি আগের মতো চলবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে