ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

রাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড স্থগিত, যা জানা গেল

২০২৫ মার্চ ১৭ ১৪:৩৪:৪৫
রাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড স্থগিত, যা জানা গেল

ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড আপাতত স্থগিত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার তিন দিন আগে এটি আবার ডাউনলোডের সুযোগ প্রদান করা হবে।

আজ সোমবার (১৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

তিনি জানান, যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তাদের জন্য পুনরায় সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে ‘বি’ ইউনিটের পরীক্ষার্থীরা ৯, ১০ ও ১১ এপ্রিল, ‘এ’ ইউনিটের পরীক্ষার্থীরা ১৬, ১৭ ও ১৮ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের পরীক্ষার্থীরা ২৩, ২৪ ও ২৫ এপ্রিল প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

অধ্যাপক ছাইফুল ইসলাম আরও বলেন, "প্রবেশপত্র ডাউনলোড আপাতত স্থগিত করা হয়েছে তবে যারা ডাউনলোড করতে পারেননি, তাদের চিন্তা করার কিছু নেই। তিন দিন আগে নতুন করে ডাউনলোডের সুযোগ দেওয়া হবে।"

তথ্য অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে। ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা ওইদিন অনুষ্ঠিত হবে, ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা ২৬ এপ্রিল। ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে হবে, যেখানে ৮০টি প্রশ্ন থাকবে এবং পরীক্ষার সময় হবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। এছাড়া এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর কোনো নম্বর থাকবে না।

ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: ভর্তি রাবি

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে