ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সিলেটি ভাষায় যা বললেন হামজা

২০২৫ মার্চ ১৭ ১৩:৪৯:১১
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সিলেটি ভাষায় যা বললেন হামজা

ডুয়া ডেস্ক : হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবল নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে দর্শকদের মধ্যে। তাকে বরণ করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ফুটবল ভক্ত উপস্থিত হন। দেশে পা রেখেই তিনি তার অভিষেক ম্যাচে জয় আনার কথা জানান হামজা।

সোমবার (১৭ মার্চ) সকালে হামজার আগমন উপলক্ষে সিলেট বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ফুটবল ভক্তরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হামজার নামে স্লোগান দেন।

স্লোগান আর করতালির মাঝেই সংবাদ মাধ্যমের সামনে হাজির হন তিনি। তার কাছে শুরুতে ইংরেজিতে প্রত্যাশার কথা জানতে চান এক সাংবাদিক। হামজার উত্তরের পর দাবি উঠে বাংলায় কথা বলার।

পরে স্থানীয় সিলেটি ভাষায় তিনি বলেন, ইনশাল্লাহ আমরা উইন খরমু। আমি কোচ হ্যাভিয়ের কাভরেরার লগে মাতছি বহুত্তা। আমরা উইন খরিয়া প্রগ্রেস করতাম ফারমু। (ইনশাল্লাহ আমরা জিতব। আমি কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে অনেক কিছু আলাপ করেছি। আমরা জিতে পরের ধাপে যেতে পারব)।

দীর্ঘ প্রক্রিয়া শেষে গত বছর বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পান হামজা। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তার অভিষেক হবে, আর এই ম্যাচের জন্যই তিনি দেশে এসেছেন।

সিলেট বিমানবন্দর থেকে গাড়িতে করে হামজা হবিগঞ্জের বাহুবলে তার বাবার বাড়ি যাবেন এবং সেখানে পরিবারের সঙ্গে এক রাত কাটাবেন। তার আগমনে পুরো এলাকা সাজানো হয়েছে। স্থানীয়ভাবে এতিমদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজনের পর, হামজা মঙ্গলবার ঢাকায় ফিরে আসবেন। একদিন অনুশীলনের পর, বাংলাদেশ দলের সঙ্গে শেফিল্ড ইউনাইটেড তারকা শিলং যাবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: 42 208

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে