ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, খেলবেন লাল-সবুজের জার্সিতে

২০২৫ মার্চ ১৭ ১৩:০৮:০৮
দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, খেলবেন লাল-সবুজের জার্সিতে

ডুয়া ডেস্ক: ইংলিশ ফুটবলে নিজের প্রতিভা প্রমাণ করে প্রায় ১১ বছর পর লাল-সবুজের জার্সিতে খেলতে বাংলাদেশে ফিরেছেন হামজা চৌধুরী।

সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলার। এর আগে রোববার (১৬ মার্চ) বাংলাদেশ সময় রাত ২টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশে রওনা হন হামজা।

জানা গেছে, হামজা এবং তার পরিবারকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাফুফে সদস্যদের ৭ জন নির্বাহী সদস্য। তারা ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর হামজাকে বরণ করে নেন। এ সময় হামজার বাবা, মোরশেদ দেওয়ান চৌধুরীও সেখানে উপস্থিত ছিলেন। স্বাগত পর্ব শেষে হামজা হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে যাবেন এবং সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তার আগমনের খবরে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

এদিকে হামজাকে একনজর দেখার জন্য সিলেট বিমানবন্দরের বাইরে তার সমর্থকরা ভিড় জমিয়েছেন। সেখানে উপস্থিত রয়েছেন গণমাধ্যমকর্মীরাও।

হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, হামজার জন্ম লন্ডনে হলেও ছোটবেলায় মাঝে মাঝে তাকে দেশে নিয়ে আসা হতো। সে তখন দেশের মাঠে খেলা-ধুলা করতো এবং গ্রামের ছেলেদের সঙ্গে সময় কাটাতো। এই কারণেই তার বাংলাদেশকে নিয়ে বিশেষ ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসার থেকেই হামজা বাংলাদেশ জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, হামজা এর আগে বাংলাদেশে এসেছেন তবে এবারের সফরটি বিশেষ কারণ হলো তিনি প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে দেশে ফিরেছেন। এই সফরে তার সঙ্গী হিসেবে রয়েছেন তার মা, স্ত্রী ও সন্তানরা।

সবকিছু ঠিক থাকলে হামজা আগামীকাল (১৮ মার্চ) ঢাকায় পৌঁছাতে পারেন এবং পরবর্তীতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। ২৫ মার্চ ভারতের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলবেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে