ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল

২০২৫ মার্চ ১৭ ১২:৫৭:১৪
ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল

ডুয়া ডেস্ক : প্রতি মাসের ১৬ তারিখ ভ্যাট রিটার্ন জমা দেওয়ার শেষ দিন হলেও কারিগরি ত্রুটির কারণে চলতি মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুইদিন সময় বৃদ্ধি করেছে। ফলে, এখন চলতি মাসে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১৮ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) এনবিআর থেকে কাস্টমস ও মূসক সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। এনবিআর জানিয়েছে, যুগপৎ ব্যবহারকারী ও হার্ডওয়্যারের সংখ্যা বাড়ানোর কারণে এই সমস্যা দেখা দেয়। ১৬ মার্চ ভ্যাট রিটার্ন জমার শেষ দিন থাকলেও অনেক করদাতা প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় সময়সীমা বাড়ানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৬ মার্চ অনলাইনে রিটার্ন জমা দেওয়ার শেষ দিনে আইভাস (ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম) এর কনকারেন্ট ইউজারের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং সিস্টেম পুরোনো হয়ে যাওয়ার কারণে হার্ডওয়্যারে অপ্রত্যাশিত কারিগরি সমস্যা সৃষ্টি হয়েছে। এই কারণে ১৬ মার্চের মধ্যে রিটার্ন জমা দেওয়া সম্ভব হয়নি। সুতরাং, ফেব্রুয়ারি ২০২৫ কর মেয়াদের জন্য রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১৬ মার্চের পরিবর্তে ১৮ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় সোয়া ৩ লাখ ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন জমা দেয়, এবং ২৩ শতাংশ প্রতিষ্ঠান হার্ড কপি জমা করে। মোট ৫ লাখ ৮১ হাজার ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৪ লাখ নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে