ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

২০২৫ মার্চ ১৭ ১২:০৫:০৮
চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ডুয়া ডেস্ক : পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য সরকার ১০ কেজি করে চাল দেয়। তবে অভিযোগ উঠেছে, সাগরনাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তার অনুগতদের ১০ কেজির পরিবর্তে ৩০ কেজির পুরো বস্তা দিয়ে দিয়েছেন। এই ঘটনার পর সামসউদ্দিন নামে এক বাসিন্দা ১৬ মার্চ জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে সামসউদ্দিন জানান, ১৫ মার্চ সাগরনাল ইউনিয়নে চাল বিতরণের সময় তিনি দেখতে পান, প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিনের কাছের লোক আব্দুল কাইয়ুম ও জফর আলীসহ আরো কয়েকজন ব্যক্তিকে পুরো বস্তা চাল নিয়ে যেতে।

এছাড়া, আরো দুই ব্যক্তি একইভাবে চাল নিতে গিয়ে বাধার মুখে পড়েন। সামসউদ্দিন এ ঘটনার ভিডিও ইউএনওর কাছে পাঠিয়ে তদন্তের জন্য আবেদন করেছেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসককে অনুলিপি পাঠিয়েছেন।

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন বলেন, চাল বিতরণ নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং তিনি অভিযোগটি অস্বীকার করেন। তিনি জানান, চাল বিতরণে যারা দুই-তিনজন মিলে একসাথে চাল নিয়েছে, তাদেরকে সমস্যার মুখে পড়তে হয়েছে।

ইউএনও বাবলু সূত্রধর জানিয়েছেন, এই অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য সোমবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যা সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থানেওয়াহবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে