ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ভারতে নামাজ পড়ার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

২০২৫ মার্চ ১৭ ১১:২৬:০৪
ভারতে নামাজ পড়ার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

ডুয়া ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের মিরাটে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে বহিষ্কারও করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তারকৃত শিক্ষার্থীর নাম খালিদ প্রধান (খালিদ মেওয়াতি)। হোলি উদযাপনকে ঘিরে একটি ভিডিও প্রকাশিত হলে স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলো বিক্ষোভ শুরু করে। ভিডিওতে দেখা যায়, একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ আদায় করছে।

এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন খালিদ প্রধানসহ তিনজন নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করেছে। পাশাপাশি ভিডিও আপলোডের অভিযোগে তার বিরুদ্ধে প্রশাসনিক ও পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সার্কেল অফিসার সদর দেহাত শিব প্রতাপ সিং জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে আসার পর খালিদ প্রধানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গঙ্গানগর থানার এসএইচও অনুপ সিং জানান, কার্তিক হিন্দু নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়।

ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ধারা ২৯৯ অনুযায়ী, ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে মামলা করা হয়েছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৮-এর সংশ্লিষ্ট ধারাও যুক্ত করা হয়েছে মামলায়।

আইআইএমটি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সুনীল শর্মা দাবি করেন, অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, খোলা জায়গায় নামাজ আদায় করা হয়েছে এবং সেই নামাজের ভিডিও আপলোড করে "সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের" চেষ্টা করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে