ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু ৫ মে, আবেদন ৭৩ হাজার

২০২৫ মার্চ ১৭ ১১:০৬:৫২
হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু ৫ মে, আবেদন ৭৩ হাজার

ডুয়া ডেস্ক : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা আগামী ৫ মে থেকে শুরু হবে। আবেদনের শেষ সময় ছিল গত বৃহস্পতিবার (১৩ মার্চ)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে এক হাজার ৭৯৫টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

ইউনিটভিত্তিক আবেদন সংখ্যা হলো— ‘ক’ ইউনিটে ২৫ হাজার ৪০৬ জন, ‘খ’ ইউনিটে ২২ হাজার ২৯৫ জন, ‘গ’ ইউনিটে ৬ হাজার ৮৪৯ জন এবং ‘ঘ’ ইউনিটে ১৮ হাজার ৪৩৯ জন। এছাড়া, টাকা পরিশোধ করার পরও টেকনিক্যাল সমস্যার কারণে ৪ জনের আবেদন পেন্ডিং রয়েছে।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ৫ মে ‘ক’ ইউনিট, ৬ মে ‘খ’ ইউনিট এবং ৭ মে ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে