ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, জনতার হাতে আটক সাবেক আনসার সদস্য

২০২৫ মার্চ ১৭ ১০:৫৪:১৬
র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, জনতার হাতে আটক সাবেক আনসার সদস্য

ডুয়া ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন হানিফ খান (৪৫) নামে এক সাবেক আনসার সদস্য। রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকায় চাঁদা দাবি করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং পরে পুলিশে সোপর্দ করে।

আটক ব্যক্তি টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের বক্তার খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ খান একটি গুম ও হত্যা মামলার তদন্তের কথা বলে মির্জাপুর উপজেলার তরফপুর চকবাজার এলাকায় যান। একপর্যায়ে মামলার আসামির কাছ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তির প্রতিশ্রুতি দেন। এতে সন্দেহ হলে স্থানীয়রা তার পরিচয় জানতে চান।

প্রথমে তিনি নিজেকে টাঙ্গাইল র‍্যাব-১৪ এর সদস্য বলে দাবি করলেও পরে জেরার মুখে স্বীকার করেন যে তিনি আসলে সাবেক আনসার সদস্য। তার সঙ্গে থাকা আনসার পরিচয়পত্র যাচাই করে স্থানীয়রা নিশ্চিত হন যে তিনি র‍্যাব সদস্য নন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে তরফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাঈদ আনোয়ার জানান, কিছুদিন আগেও হানিফ খান র‍্যাব পরিচয়ে মুঠোফোনে স্থানীয় কয়েকজনের কাছে চাঁদা দাবি করেছিলেন।

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, “আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে