ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সী পার্লের শেয়ার কারসাজি, ১৮৭ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি

২০২৫ মার্চ ১৭ ০০:১১:১১
সী পার্লের শেয়ার কারসাজি, ১৮৭ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি

ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ার কারসাজির অভিযোগে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারবাজারে ৯টি বেসরকারি প্রতিষ্ঠান এবং ৪ ব্যক্তিকে মোট ১৮৭ কোটি ২২ লাখ টাকা জরিমানা করেছে।

এই সিদ্ধান্ত গত ৪ মার্চ বিএসইসির কমিশন সভায় নেওয়া হয়। যা শিগগির সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে জানানো হবে।

জরিমানাপ্রাপ্তদের মধ্যে মো. কালাম হোসেনকে সর্বোচ্চ ১৭ কোটি ৫০ লাখ টাকা, আবু সাদাত মো. ফয়সালকে ৬ কোটি ৫০ লাখ টাকা, জামরুল হাসান মো. ইকবাল গণি এবং মো. আবু নাঈমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

৯টি প্রতিষ্ঠান, যার মধ্যে ইউডিসি কনস্ট্রাকশন, ভেনাস বিল্ডার্স এবং শতরং অ্যাগ্রো ফিশারিজ শেয়ার কারসাজির জন্য জরিমানা করা হয়েছে এবং সেগুলোর মধ্যে বড় জরিমানা এসেছে ইউডিসি কনস্ট্রাকশনের জন্য, যা ৬৮ কোটি ১ লাখ টাকা।

এই শেয়ার কারসাজির ঘটনা ২০২২ সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত সময়কাল অন্তর্ভুক্ত ছিল। সি পার্লের শেয়ারের দাম ৩ জুলাই ২০২২ তারিখে ৪৩ টাকা ৫০ পয়সা থেকে ১০ আগস্ট ২০২৩ তারিখে ৪০০ শতাংশ বেড়ে ২১৭ টাকা ৪০ পয়সা হয়ে যায়।

এটি একটি বড় ধরনের শেয়ার বাজার কারসাজির ঘটনা, যার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে। বিএসইসি এবং ডিএসইর তদন্তে প্রমাণিত হয়েছে যে এই সময়ে অনেকের মধ্যে কারসাজি ছিল এবং তাদের মোট রিয়ালাইজড ও আনরিয়ালাইজড প্রফিট ছিল ২৮২ কোটি ০৯ লাখ টাকা। এই তদন্তের ফলে বিএসইসি এখন সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় আরো কার্যকর পদক্ষেপ নিতে আগ্রহী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে