ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইউজিসির নাম পরিবর্তন, নতুন নাম হবে ‘বিশ্ববিদ্যালয় কমিশন

২০২৪ ডিসেম্বর ১৮ ২১:০৫:১৬
ইউজিসির নাম পরিবর্তন, নতুন নাম হবে ‘বিশ্ববিদ্যালয় কমিশন

ডুয়া নিউজ: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নাম পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইউজিসির নাম বদলে ‘বিশ্ববিদ্যালয় কমিশন’ রাখা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নাম থেকে ‘মঞ্জুরি’ শব্দটি বাদ দিয়ে এটিকে বিশ্ববিদ্যালয় কমিশনে পরিণত করা হবে।

দেশে সরকারি এবং বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উচ্চতর শিক্ষার মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কমিশন প্রতিষ্ঠা করা হবে।

উচ্চতর শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারিত করার জন্য বিশ্ববিদ্যালয় কমিশন কাজ করবে।

স্কুল পাঠ্যক্রমকে যুগোপযোগী করার বিষয়ে প্রেস সচিব জানান, নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তকগুলোকে যৌক্তিকভাবে সাজানো হবে।

তিনি আরও বলেন, সরকারি স্কুলের শিক্ষকদের মতো পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব থাকা বেসরকারি স্কুলের শিক্ষকদের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এসময় তিনি বলেন, শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কাজ করা হবে। প্রেস সচিব বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) যুগোপযোগী করে তোলা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে