ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

প্রেস সচিব

পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. ইউনূস

২০২৫ মার্চ ১৬ ১৭:১৯:১২
পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. ইউনূস

ডুয়া নিউজ : চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বলে জানয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার চীন সফরে বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক ও সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ রবিবার (১৬ মার্চ) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানান, ম্যানুফেকচারিং বিপ্লব ঘটাতে চায় অন্তর্বর্তী সরকার।

শফিকুল আলম জানান, “রবিবার চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। সেখানে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে কথা হয়। চীনের রাষ্ট্রপতি সি জিন পিংয়ের সাথে মিটিং হবে আগামী ২৮ মার্চ। সফরকালে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইওদের সাথেও বৈঠকের কথা রয়েছে। মূল ফোকাস থাকবে বড় কোম্পানির বিনিয়োগ ও কারখানা স্থাপনের প্রক্রিয়া ত্বরান্বিত করা। চায়নিজ হেল্থ কেয়ারের সাথে কোলাবোরেশান চায় বাংলাদেশ। তাদের আমন্ত্রণ জানানো হবে যাতে তারা বাংলাদেশে এসে ব্যবসার নতুন ক্ষেত্র অনুসন্ধান করে।”

প্রেস সচিব জানান, “এছাড়া পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ চার দিনের সফরে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এটাই তার প্রথম কোন রাষ্ট্রীয় সফর।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে