ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

হাসপাতালে ভর্তি অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান

২০২৫ মার্চ ১৬ ১৬:৫৩:১০
হাসপাতালে ভর্তি অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান

ডুয়া ডেস্ক : ভারতের অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে তার অগণিত ভক্ত। হঠাৎ বুকে ব্যথা নিয়ে ভারতের চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও শিল্পী এ আর রহমান।

আজ রবিবার (১৬ মার্চ) সকাল থেকে হাসপাতালে চলছে তার চিকিৎসা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

জানা গেছে, তাকে চেন্নাইয়ের গ্রিমস রোডের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ তাকে হাসপাতালের জরুরি বিভাগে তাকে নেওয়া হয়। সেখানেই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল।

সাম্প্রতিক লন্ডন সফর থেকে ফিরে অসুস্থ অনুভব করেন এ আর রহমান। এরপরই তিনি হাসপাতালে গিয়ে ইসিজি পরীক্ষা করান।

এ আর রহমান পানিশূণ্যতায় ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। অবশ্য আরেকটি সূত্র দাবি করেছে, ঘাড়ে ব্যথা নিয়ে বিদেশ থেকে ফিরেছেন তিনি। তারপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি। জানা গেছে, পবিত্র রমজানের রোজা রাখছেন এ আর রহমান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে