ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

শিক্ষকদের বেত ব্যবহারের অনুমোদন দিল হাইকোর্ট

২০২৫ মার্চ ১৬ ১৬:২৭:৩১
শিক্ষকদের বেত ব্যবহারের অনুমোদন দিল হাইকোর্ট

ডুয়া ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের বেত রাখার অনুমতি দিয়েছে। আদালতের মতে, শিক্ষকের হাতে বেত থাকলে তা শিক্ষার্থীদের মধ্যে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলবে এবং তাদের শৃঙ্খলাবদ্ধ রাখতে সহায়তা করবে। তবে এটি ব্যবহার করা বাধ্যতামূলক নয়, বরং প্রতীকী সতর্কতা হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন আদালত।

শনিবার (১৫ মার্চ) দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস–এ প্রকাশিত এক প্রতিবেদনে এই রায়ের বিষয়টি জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শিক্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে পুলিশকে প্রথমে একটি প্রাথমিক তদন্ত করতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলা নেওয়া বা তাকে গ্রেপ্তার করা যাবে না।

সম্প্রতি ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়। শিক্ষার্থীর অভিভাবক থানায় অভিযোগ করলে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। মামলায় অভিযুক্ত শিক্ষকের আগাম জামিন মঞ্জুর করে আদালত জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষকদের সীমিত শাস্তির অধিকার থাকা উচিত।

বিচারপতি পিভি কুন্নিকৃষ্ণন বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে। অনেকেই শিক্ষকদের হুমকি দিচ্ছে, শারীরিকভাবে আক্রমণ করছে, এমনকি মাদক ও অস্ত্র বহন করছে। এই পরিস্থিতিতে শিক্ষকদের শৃঙ্খলা রক্ষার কিছু স্বাধীনতা থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, একজন শিক্ষক যদি বেত সঙ্গে রাখেন, তবে সেটি ব্যবহারের জন্য নয়, বরং শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও শ্রদ্ধাশীল হতে সাহায্য করবে। আদালত মনে করে, শিক্ষকদের অহেতুক অভিযোগের ভিত্তিতে হয়রানি করা উচিত নয়। পুলিশকেও সরাসরি মামলা নেওয়ার আগে যথাযথ তদন্ত করতে হবে।

কেরালা হাইকোর্টের এই রায় শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আদালত মনে করে, শিক্ষকদের সম্মান ও শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষায় এ সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে