ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

শেয়ারবাজার: সূচক কমলেও বেড়েছে লেনদেন

২০২৫ মার্চ ১৬ ১৫:০০:২৪
শেয়ারবাজার: সূচক কমলেও বেড়েছে লেনদেন

ডুয়া ডেস্ক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৬ মার্চ) সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনজুড়ে মিশ্র প্রবণতা দেখা গেলেও শেষ পর্যন্ত বাজার নেতিবাচক অবস্থানে বন্ধ হয়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ৩ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ২২১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস ১ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৮৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৪৪৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৫৬ লাখ টাকার ।

এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৯০টির এবং পরিবর্তন হয়নি ৬৪টির।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে