ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

নারীদের হিজাব পরা নিশ্চিত করতে আকাশে উড়ছে ড্রোন

২০২৫ মার্চ ১৬ ১১:২৮:১৩
নারীদের হিজাব পরা নিশ্চিত করতে আকাশে উড়ছে ড্রোন

ডুয়া ডেস্ক : ইরান সরকার নারীদের হিজাব পরিধান নিশ্চিত করতে ড্রোন নজরদারি ও একটি মোবাইল অ্যাপ্লিকেশন ‘নাজের’ ব্যবহার শুরু করেছে। এই অ্যাপের মাধ্যমে সাধারণ জনগণ হিজাববিহীন নারীদের বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবেন।

জানা গেছে, নতুন ব্যবস্থায় রাস্তাঘাট, বিশ্ববিদ্যালয় ও জনসমাগমস্থলে ড্রোন ব্যবহার করে নারীদের পোশাকবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তেহরানের আমিরকবির বিশ্ববিদ্যালয়ে স্থাপিত একটি বিশেষ সফটওয়্যার মুখ শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে হিজাব না-পরা নারীদের চিহ্নিত করছে। পাশাপাশি, বিভিন্ন সড়কে বসানো নজরদারি ক্যামেরা ও উন্নত সফটওয়্যার নারীদের পোশাক পরিধানের ওপর কঠোর নজরদারি চালাচ্ছে।

‘নাজের’ অ্যাপের সাহায্যে যেকোনো ব্যক্তি হিজাববিধি লঙ্ঘনের ঘটনা পুলিশের কাছে রিপোর্ট করতে পারেন। এমনকি, যদি কোনো অ্যাম্বুলেন্সের ভেতরে কোনো নারী হিজাব ছাড়া থাকেন, তখনও অভিযোগ জানানো যাবে।

২০২২ সালে মহসা আমিনির মৃত্যুর পর হিজাব আইন ও নারীদের স্বাধীনতা নিয়ে ব্যাপক আন্দোলন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নারীরা কঠোর পোশাকবিধির বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়ে আসছেন। তবুও, ইরান সরকার এসব আইন কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়ে যাচ্ছে, যা নারীদের ওপর আরও বিধিনিষেধ আরোপ করেছে। তথ্যসূত্র : এপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে