ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো

২০২৫ মার্চ ১৬ ১১:০৯:৪১
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো

ডুয়া ডেস্ক : দুর্নীতি ও আস্থার সংকটে ধসের মুখে থাকা ১১টি সমস্যাগ্রস্ত ব্যাংকের মধ্যে ছয়টি ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। গত ছয় মাসে আমানত সংগ্রহ ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের মাধ্যমে এসব ব্যাংক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

ব্যাংকারদের মতে, সংকট কাটিয়ে এখন লেনদেন স্বাভাবিক হতে শুরু করেছে। গ্রাহকদের মধ্যে আতঙ্ক কমেছে, ফলে আমানতকারীরা ব্যাংকে টাকা রাখতে আগ্রহী হচ্ছেন। আগে যেখানে গ্রাহকেরা চাহিদামতো টাকা তুলতে পারতেন না, এখন সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।

বিশ্লেষকদের মতে, ব্যাংকিং খাতে আস্থা আরও বাড়াতে শুধুমাত্র সংস্কার কার্যক্রম যথেষ্ট নয়, খেলাপি ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দুর্বল ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তারাও বলছেন, লেনদেন এখন স্বাভাবিক হচ্ছে এবং ছোট ঋণও দেওয়া শুরু হয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন জানিয়েছেন, ব্যাংকের শাখাগুলো আগের চেয়ে ভালোভাবে কাজ করছে। ইতোমধ্যে ছোটখাট ঋণ দেওয়া শুরু হয়েছে এবং গ্রাহকেরা ইচ্ছামতো টাকা জমা ও উত্তোলন করতে পারছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, “ঋণ প্রদান শুরু হলে কিস্তি আদায়ের ওপর গুরুত্ব দিতে হবে। যদি ঋণের টাকা যথাযথভাবে ফেরত না আসে, তবে তারল্য সংকট আবারও দেখা দিতে পারে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে