ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সড়কে আতঙ্ক, ঈদযাত্রায় বাড়তি সতর্কতা

২০২৫ মার্চ ১৬ ১০:৪৭:৪৩
সড়কে আতঙ্ক, ঈদযাত্রায় বাড়তি সতর্কতা

ডুয়া ডেস্ক : আসন্ন ঈদযাত্রায় সড়কপথে গণপরিবহন পরিচালনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাস মালিকরা। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন মহাসড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহনে ডাকাতির ঘটনা বাড়ায় উদ্বেগ বাড়ছে পরিবহন খাতে। বিশেষ করে রাতে দূরপাল্লার বাসগুলোর ক্ষেত্রে ডাকাতির ঝুঁকি সবচেয়ে বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গবেষণা ও সচেতনতামূলক সংস্থা সেভ দ্য রোডের তথ্য অনুযায়ী, গত আট মাসে দেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে চার হাজার ৫০৫টি ছিনতাই এবং ২৫৫টি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু সড়কপথেই এক হাজার ৮৬৮টি ছিনতাই এবং ১১৩টি ডাকাতির ঘটনা রেকর্ড হয়েছে। এসব ঘটনায় ১৬৮ জন আহত হয়েছেন। এছাড়া ফুটপাতে বা চলার পথে দুই হাজার ৪৩২টি ছিনতাই ও ৩৫টি ডাকাতির ঘটনায় এক হাজার ১৭ জন আহত এবং দুইজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানায়, ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত দেশে নিবন্ধিত যাত্রীবাহী বাস রয়েছে ৫৪ হাজার ৪৭৪টি। এর মধ্যে ২২ হাজার আন্তঃজেলা বাস, যা দেশের এক জেলা থেকে অন্য জেলায় চলাচল করে। রাজধানী ঢাকা থেকে প্রতিদিন প্রায় দশ হাজার বাস বিভিন্ন জেলায় যাতায়াত করে।

সড়ক পরিবহন মালিক সমিতির তথ্যমতে, ঈদযাত্রায় রাজধানী থেকে আন্তঃজেলায় প্রতিটি বাস দিনে কমপক্ষে তিনটি ট্রিপ পরিচালনা করে। এতে দিনে প্রায় ৮ লাখ যাত্রী বাসে করে গন্তব্যে পৌঁছান। কিন্তু ডাকাতির আশঙ্কার কারণে এবার বাস মালিকদের আতঙ্ক আরও বেড়েছে। অনেক ক্ষেত্রে ডাকাতির শিকার বাস পুলিশ হেফাজতে নেওয়া হয়, ফলে সেটি দীর্ঘ সময় রাস্তায় নামানো সম্ভব হয় না। এতে বাস মালিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন, চালক ও সহকারীরাও কর্মসংস্থান হারান।

সম্প্রতি ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক-মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে মহাসড়কে ডাকাতির প্রসঙ্গ উত্থাপিত হয়। সেখানে জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-আরিচা, ঢাকা-সিলেট ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সবচেয়ে বেশি ডাকাতির ঘটনা ঘটে। বিশেষ করে প্রবাসী যাত্রীরা এসব হামলার প্রধান লক্ষ্যবস্তু।

হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. দেলোয়ার হোসেন মিঞা জানান, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। জরুরি সহায়তার জন্য হাইওয়ে পুলিশের স্পেশাল হোয়াটসঅ্যাপ নম্বর (০১৩২০-১৮২২০০) চালু করা হয়েছে, যাতে যাত্রীরা দ্রুত সাহায্য চাইতে পারেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম বলেন, "ঈদযাত্রায় ডাকাতির ঘটনা শুধু যাত্রীদেরই নয়, আমাদের জন্যও বড় দুঃসংবাদ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছি।"

বাস মালিক ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকরী পদক্ষেপ আরও জোরদার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে