ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

মালয়েশিয়ায় প্রবেশের সময় আটক ৯৫ বাংলাদেশি

২০২৫ মার্চ ১৫ ২১:২৩:৫০
মালয়েশিয়ায় প্রবেশের সময় আটক ৯৫ বাংলাদেশি

ডুয়া ডেস্ক: মালয়েশিয়ায় পর্যটন ভিসায় অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৫ জন বাংলাদেশি আটক হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়ে বিভিন্ন দেশের মোট ১৩৯ জন বিদেশির কাগজপত্র জব্দ করা হয়। এর মধ্যে ৯৫ জন বাংলাদেশির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর ধারণা করা হচ্ছে যে, তারা মালয়েশিয়া প্রবেশের শর্ত পূরণ না করেই অবৈধভাবে কাজের উদ্দেশ্যে পর্যটন ভিসায় প্রবেশের চেষ্টা করছিলেন।

একেপিএস আরও জানায়, মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের প্রবেশ নিয়ন্ত্রণ কঠোরভাবে নিশ্চিত করতে এবং পর্যটন ভিসার অপব্যবহার রোধ করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ:

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে